গোলাপগঞ্জে অবৈধভাবে মাটি কাঁটার অভিযোগে দেড় লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে ৩টায় উপজেলার বাঘা ইউনিয়নের হার্ড সুপার ব্রিকস নামক ইটভাটাকে এ জরিমানা করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল মাহমুদ ফুয়াদ।
জানা যায়,
উপজেলার বাঘা ইউনিয়নে অবস্থিত হার্ড সুপার ব্রিকস নামক ইটভাটা সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় ব্যবহার করে আসছিল।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী দেড় লক্ষ টাকা জরিমানা করেন আদালত।