২০২৯ সালের ডিসেম্বর মাসে ঐতিহ্যবাহী মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূতি উদ্যাপন উপলক্ষ্যে অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে দেশ-বিদেশের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাতে এ সভায় মুহিউদ্দিন রুবুলের সভাপতিত্বে ও মুহা.লবিবুর রাহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে মুহিউদ্দিন রুবুলকে আহবায়ক করে ৫১ সদস্যের আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বিশেষ করে এলাকার গুনীজনদের নিয়ে পূর্নাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ভার্চুয়ালী সভায় অংশগ্রহণ করেন মো. কামাল হুসেন, মুবের আহমদ, ফখর উদ্দিন, বিলাল আহমদ, সেবুল আহমদ, লতিবুর রহমান লতিব, রেহান উদ্দিন, আলা উদ্দিন আলাল, জাহাঙ্গীর আলম খয়ার, আব্দুল কাইয়ুম, সাহাব উদ্দিন, এম. এ. আশিক, বুরহান উদ্দিন, মাষ্টার মঈজ উদ্দিন, মনসুরুল ইসলাম রুমেদ, আলী সফর জিয়া, খালেকুজ্জামান খালেক, আলমগীর হুসেন সোহেল, ফয়েজ আহমদ রিপন, জিলাল আহমদ, শামসুল আলম, রাসেল আহমদ, মোহাম্মদ রওশন, শ্রী মুকুন্দ রাম দাশ, মোঃ হাবিবুর রহমান হানি, আব্দুল আলীম পাপলু, কুনু মিয়া, সুপাত্র বিশ্বাস, পুলক কান্তি দাশ প্রমুখ।