ইউএস বাংলা গ্লোবাল এসোসিয়েশনের উদ্যোগে লায়লা ইসলামিয়া হাফিজিয়া মহিলা মাদরাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীত মৌসুমে কোমলমতি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার সকালে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ইউএস বাংলা গ্লোবাল এসোসিয়েশনের ফাউন্ডার সুহেনা আক্তার হেনার সভাপতিত্বে এবং শিক্ষা সচিব জিয়াউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজসেবী আফতাব চৌধুরী। তিনি মাদরাসার শিক্ষার্থীদের প্রশংসা করে বলেন, বর্তমান সময়ে শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও চরিত্র গঠনের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ গড়তে পারলেই সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইংল্যান্ড প্রবাসী শাহাব উদ্দিন। তিনি মাদরাসার সার্বিক উন্নয়নে প্রবাসী ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
বক্তব্য রাখেন সমাজসেবক ও লন্ডন প্রবাসী এম এ কুদ্দুস, হাফিজ মাওলানা জামিল আহমদ, হাফিজ আহমদ সালমান।
অনুষ্ঠানে প্রায় শতাধিক ক্ষুদে শিক্ষার্থীর হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এ সময় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।