1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
সিলেট-৬ আসনের বিএনপির প্রার্থী অ্যাড. এমরান আহমদ চৌধুরীর মনোনয়নপত্র সংগ্রহ সিলেট-৬ আসনে জমিয়তের প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলামের মনোনয়ন ফরম সংগ্রহ গোলাপগঞ্জের বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার ১ গোলাপগঞ্জে যুবলীগ-ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিলো ছাত্র-জনতা গোলাপগঞ্জ ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল গোলাপগঞ্জে নতুন ইউএনও রফিকুল ইসলাম গোলাপগঞ্জে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান গোলাপগঞ্জে দুটি মটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ বিজয় দিবসে শহীদদের স্মরণে গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

গোলাপগঞ্জে ফুফাতো ভাইয়ের চুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

গোলাপগঞ্জে ফুফাতো ভাই সাইদ আহমদের চুরিকাঘাতে ফাহিম আহমদ (২৫) নামের এক যুবক খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার রাত ১০টার দিকে ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম বারকোট গ্রামে এ ঘটনাটি ঘটে।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ছুরিকাঘাতে গুরুতর আহত ফাহিম আহমদ চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

নিহত ফাহিম পশ্চিম বারকোট গ্রামের মাওলানা আব্দুল হালিমের ছেলে।

জানা যায়, দীর্ঘদিন থেকে বাড়ির পাশ্ববর্তী ফুফুর পরিবারের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বুধবার রাত ১০টার দিকে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ফাহিম ও ফুফুর পরিবারের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ফাহিম কে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।

তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় সকাল ৮টার দিকে মৃত্যুর কুলে ঢলে পড়েন তিনি।

ফাহিমের ভাই কামরান হোসেন জানান, ‘ফাহিম প্রতি
বৃহস্পতিবার শহর থেকে বাড়িতে আসতো। গতকাল (বুধবার) একদিন আগেই বাড়িতে চলে আসে। তাকে দেখেই ফুফু ও তার ছেলেরা গালাগালি শুরু করে। পরে ঝগড়ার একপর্যায়ে ফুফাতো ভাই সাঈদ আহমদ তাকে নাইফ (ছুরি) দিয়ে পেঠে আঘাত করে। তখন আমি বাড়িতে ছিলাম না, খবর পেয়ে বাড়ি এসে তাকে হাসপাতালে নিয়ে যাই । আজ সকালে আমার ভাই মারা যায়’। বর্তমানে লাশ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত