গোলাপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন পৌর ছাত্রলীগ নেতা নেতা জাকারিয়া আহমেদ লাকি (২৫) কে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে পৌর এলাকার ইয়াগুল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা জাকারিয়া আহমেদ লাকি ইয়াগুল গ্রামের রিয়াজ আহমদের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানাএ অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা। তিনি জানান,
আসামী জাকারিয়া আহমেদ লাকিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোলাপগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় (মামলা মামলা নং ০৫, তারিখ-০৭/১১/২০২৪ খ্রি., জিআর-১৯৫/২৪) এ তদন্তেপ্রাপ্ত আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়।
তাকে মামলার ঘটনার সাথে সম্পৃক্ত ছিল মর্মে ভিডিও ফুটেজ এবং ডিজিটাল স্টিল ফটো হতে সনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি।