
গোলাপগঞ্জে মধ্যরাতে টিলা ধসে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ২টার দিকে লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ার ঘাটে এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন-লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকার রিয়াজ উদ্দিন (৫০), তার স্ত্রী রহিমা বেগম এবং তাদের সন্তান সামিয়া খাতুন (১৫) ও আব্বাস উদ্দিন (১৩)
জানা যায়, রিয়াজ উদ্দিনের বাড়ি টিলার পাশেই ছিল। টানা বৃষ্টিপাতে শনিবার রাতে সেখানের টিলার মাটি ধসে রিয়াজ উদ্দিনকে ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী ও দুই সন্তানসহ চাপা দেয়। তাৎক্ষণিক আশপাশের লোকজন তদের উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হন। এক পর্যায়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ৪ঘন্টা চেষ্টা করে তাদের লাশ উদ্ধার করে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্যা ৪জন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।