
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র নানা দুর্নীতি, অনিয়ম ও অপরিচ্ছন্নতার বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার মুরব্বি মুন্না আহমদ মনাইয়ের সভাপতিত্বে ও সাদিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ইব্রাহিম আহমদ।
বক্তব্য রাখেন ভুক্তভোগীদের মধ্যে সিরাজ উদ্দীন পরদেশী, জামাল আহমদ, জালাল উদ্দীন, আনোয়ার আহমদ, সুশীল সোসাইটির পক্ষে সাদিকুর রহমান, ভুক্তভোগী তারেক আহমদ, মিলাক আহমদ, আফতাব আহমদ আইন উদ্দিন, আফজল আহমদ, মিজান আহমদ, খছরু আহমদ, জয়নুল আহমদ, জেবুল আহমদ, গিয়াস উদ্দিন, জালাল আহমদ রহমত আলী, ইমরান আহমদ, নিরাক আহমদ আনসার আহমদ, রুকন আহমদ, জাবেদ আহমদ প্রমুখ।
সভায় বক্তারা, এসময় বক্তারা বলেন, ‘দীর্ঘদিন ধরে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। রোগীরা তাদের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা হাসপাতালের স্টাফদের কাছে হয়রানি শিকার হতে হয়। রাতে কোন রোগী হাসপাতালে এলে রোগীকে সেবা না দিয়ে তারা দুর্ব্যবহার করেন।’
বক্তারা বলেন, ‘হাসপাতালে রোগীরা যায় সেবা পেয়ে সুস্থ হওয়ার জন্য কিন্তু; হাসপাতালের পরিবেশ দেখলে মনে হয় না সেটা হাসপাতাল। রোগী সুস্থ হওয়ার পরিবর্তে অসুস্থ হয়ে ফিরে আসে। ডাক্তাররা ঠিকমতো হাসপাতালে ডিউটি পালন করেন না। তারা টেষ্ট বাণিজ্যের সাথে সম্পৃক্ত রয়েছেন। এছাড়াও হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতকরণে আনসার নিয়োগ প্রদান সহ অনতিবিলম্বে হাসপাতাল থেকে দুর্নীতি, অনিয়ম ও অপরিচ্ছন্নতা দূর করে আধুনিকরণ ও উন্নতির দাবি জানান তারা। অন্যথায় বড় পরিসরে কর্মসূচির ডাক দেওয়া হবে বলে তারা হুশিয়ারি প্রদান করেন।’
শেষে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুদর্শন সেনের হাতে উপজেলার সর্বস্তরের মানুষের পক্ষে প্রস্তাবিত একাধিক মৌলিক ১৭টি দাবি লিখিতভাবে তুলে দেন। এসময় তিনি তার আওতাধীন দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।