
গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জে মঞ্জুর আহমদ (৪৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। বুধবার আড়াইটার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের নগর গ্রামের স্টিল ব্রিজের পাশের একটি ঝোপঝাড় থেকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
মঞ্জুর আহমদ ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম সুনামপুর গ্রামের মজির উদ্দিনের ছেলে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের ভাই কামরুল ইসলাম জানান, তার ভাই মঞ্জুর আহমদ একজন সহজসরল মানুষ। সে গলায় ফাঁস লাগানোর কথা নয়। কে বা কারা তাকে হত্যা করে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার তিনি দাবি করেছেন।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা জানান, লাশটি ৩/৪ জন আগের। অনেকটা পঁচে গেছে। ময়নাতদন্তের রিপোর্ট মৃত্যুর আসল কারণ জানা যাবে।