
সিলেটে গৃহকর্মী (১৫) কে প্রায় ১বছর ধরে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে সরোয়ার আহমদ লিপু (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে শাহপরান (র.) থানা পুলিশ। বুধবার (৩০) জুলাই রাত সাড়ে ১২টার দিকে নগরীর শিবগঞ্জ সাদিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ফকিরটুল গ্রামের মৃত সৈয়দ কবির আহমদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষিতা গত ৪ বছর ধরে লিপুর বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন। গত ১৩ জুলাই বিকেলে ওই কিশোরীকে ছাতকের গ্রামের বাড়ির পাশে বাজারে রেখে যান লিপু। সে বাড়িতে ফিরে তার মাকে জানান তার পেটে টিউমার হয়েছে।
কিশোরী মেয়ের শারীরিক অবস্থার পরিবর্তন দেখে মায়ের সন্দেহ হয় এবং তিনি তাকে কর্তৃক হাসপাতালে নিয়ে যান। পরীক্ষা করে জানা যায় মেয়েটি অস্তঃস্বত্তা। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মেয়েটি স্বীকার করে একবছর ধরে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করছে লিপু। কাউকে কিছু জানালে তাকে চাকু দেখিয়ে হত্যার হুমকিও দেয় তিনি।
পরে কিশোরীর মা ও বাবা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করেন। পরীক্ষা নিরীক্ষার পর জানা যায়, ওই কিশোরী ৭ মাসের অন্তস্বত্তা। এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়।
এ ব্যাপারে শাহপরান থানার ওসি মনিরুল ইসলাম বলেন, আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।