1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে যুবলীগ নেতার বাড়িতে হামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

সিলেটের গোলাপগঞ্জে উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন সাজু’র বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা।

জানা যায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে এমন খবর প্রকাশ হওয়ার সাথে সাথে সারাদেশে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে হামলা করেছে ছাত্রজনতা। এরই ধারাবাহিকতায় গতকাল (৮ আগস্ট) বিকেলে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্বভাগ রাজাপুর গ্রামে তার নিজ বাড়িতে এই হামলা ও ভাংচুর করেছে তারা।

এবিষয়ে ভুক্তভোগী সরওয়ার হোসেন সাজু’র বাবা নজরুল ইসলাম রেদওয়ান বলেন, আমার ছেলে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছে কিন্তু সে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছে। তারপরও একদল চিহ্নিত সন্ত্রাসী আমার বাড়িতে এসে লুঠপাট ও ভাংচুর করেছে। তারা অধিকাংশই বিএনপি ও জামাত-শিবিরের নেতাকর্মী।

এবিষয়ে জানতে চাইলে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এবিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত