1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন

গোলাপগঞ্জের বাদেপাশায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

গোলাপগঞ্জের বাদেপাশায় মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল মিয়া পাঠানের পদত্যাগের দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান শিক্ষকের বিগত দিনের বিভিন্ন অনিয়ম ও হয়রানির বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মাহিন আহমদ, আব্দুল আহাদ, জায়েদ আহমদ, এমাদ হোসেন, তাসনিয়া আক্তার মরিয়ম, নাজিরা জান্নাত, নাইম আহমদ, খাদিজা বেগম প্রমুখ।

মানববন্ধনে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক বাবুল মিয়া পাঠানের বিরুদ্ধে অর্থ কেলেংকারী, শিক্ষার্থীদের হয়রানি সহ নানা অনিয়মের অভিযোগ করে তাঁর পদত্যাগ দাবি করেন। বিশেষ করে ক্লাসে ছাত্রীদের নানা কুরুচিপূর্ণ মন্তব্য, আন্দোলনের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে নানা ধরনের হুমকির অভিযোগও করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত