1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন

গোলাপগঞ্জ ও মৌলভীবাজারে সেবার আলো সামাজিক সংগঠনের বন্যার্তদের উপহার বিতরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

নিউজ ডেস্ক:

ভারত থেকে আসা উজানের নদীগুলোর বাঁধ খুলে দেয়ায় নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, সিলেট, খাগড়াছড়িসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি জেলা পাহাড়ি ঢল ও বন্যার কবলে পড়েছে। একইসঙ্গে, দেশের উত্তরাঞ্চলেও বন্যার দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে গোলাপগঞ্জ ও মৌলভীবাজারে বন্যা দুর্গত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করে সেবার আলো সামাজিক সংগঠন কানাডা ।

গোলাপগঞ্জ ও মৌলভীবাজারে মানুষ বাড়িঘর ফেলে গবাদিপশু নিয়ে আশ্রয় কেন্দ্র গুলোতে গিয়ে আশ্রয় নিয়েছে।

বন্যার এই ভয়াবহ পরিস্থিতিতে দলমত নির্মিশেষে অসহায় বানবাসি মানুষের পাশে এসে দাড়িয়েছে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ।

পানি বন্দি মানুষের পাশে রয়েছে সেবার আলো সামাজিক সংগঠন। বুধবার (৪ সেপ্টেম্বর ) সকাল থেকে সদস্যদের সাথে নিয়ে সংগঠনের প্রচার সম্পাদক রাফি আহমদ গোলাপগঞ্জ, মৌলভীবাজার বন্যা বন্যাকবলিত এলাকায় শুকনা খাবার, বিশুদ্ধ পানি, চাল ,ডাল, আলু,তেল, পেঁয়াজ ইত্যাদি বিতরণ করেন।

এসময় মুঠোফোনে সেবার আলো সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক মারুফ হোসেন এর সাথে যোগাযোগ করার হলে তিনি বলেন, অর্থ সম্পদের চাইতে সমাজ সেবামূলক কার্যক্রমের প্রতি আমার আকর্ষণ বেশি। আজকের এই দিনে অসহায়দের পাশে থাকতে পারায় তিনি অনেক খুশি। ভবিষ্যতে ও তিনি সাধারণ মানুষের পাশে থাকতে চান বলেও জানান তিনি।

এসব বিতরণকালে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন জুমন, বশির আহমদ, ফাইজুল ইভান, আলহাজ্ব আব্দুল মুনিম, তাসফিক আহমেদ, শাহিনুল আহমেদ, ছয়নুল আহমেদ, নাসির হোসেন শিমুল, সালাউদ্দিন প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত