
গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে ইসলামী ব্যাংকের উদ্যোগে গ্রাহক সেবা মাস উপলক্ষে “গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন” প্রতিপাদ্য বিষয় নিয়ে গ্রাহকদের অংশগ্রহণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় শাখা প্রাঙ্গণে আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক পিএলসি গোলাপগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আনিসুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সিলেট জোন প্রধান, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ জাকির হোসেন।
শাখার বিনিয়োগ ইনচার্জ শাহিন আহমদের উপস্থাপনায় আজিজুর রহমানের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজার অপারেশন্স মোঃ রুবেল আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের সিলেট জোনাল অফিসের ইভিপি মোঃ শহীদ আহমদ,ফুলবাড়ি আজিরিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জাকির হোসাইন, গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এর ভাইস প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী, ঢাকাদক্ষিণ জামেয়া ইসলামিয়া স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান রশীদ আহমদ।বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক মাওলানা আব্দুল খালিক, মোঃ জয়নাল আবেদীন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, শিক্ষানুরাগী আয়লাফ আহমদ চৌধুরী, সমাজসেবী আলতাফুর রহমান চৌধুরী, আরবাব আহমদ চৌধুরী প্রমুখ।