1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০২:১৮ অপরাহ্ন

গোলাপগঞ্জে বৃদ্ধ খুনের ঘটনায় মামলা, স্ত্রী সহ ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

সিলেটের গোলাপগঞ্জে কামরান মিয়া (৬০) নামের বৃদ্ধ খুনের ঘটনা হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে এ হত্যা মামলাটি দায়ের করেন নিহতের ছোট ছেলে পারভেজ আহমদ সাজু (২২)। মামলায় প্রধান অভিযুক্ত নিহত বৃদ্ধের বড় ছেলেকে রাজু মিয়া (৩২) ও তার স্ত্রী আলফিনা বেগম (৩০) কে আসামী করা হয়।

জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিলে উপজেলার পৌর এলাকার স্বরসতি গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে পুত্রের মারধরে নিহত হন বৃদ্ধ বাবা কামরান মিয়া। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত ছেলে রাজু আহমদ (৩০) ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মো: আব্দুন নাসের। তিনি বলেন, এই ঘটনায় তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রাজু আহমদ ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরন করেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত