
সিলেটের গোয়াইনঘাটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে নদীতে গোসলে নেমে আবু সুফিয়ান (২৫) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। আবু সুফিয়ান গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ি ইউনিয়নের শিংপুর গ্রামের আব্দুল হকের ছেলে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল অনুমান ৪টার দিকে গোয়াইঘাটের জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় নদীতে গোসল করতে নেমে পানির স্রোতে তলিয়ে যান আবু সুফিয়ান।
নিখোঁজ আবু সুফিয়ানের সাথে থাকা রাসেল আহমদ জানান, ৮ জন বন্ধু মিলে গোয়াইনঘাটের জাফলংয়ে বেড়াতে আসেন। বিকেলে নদীতে গোসলে নামলে স্রোতের টানে সকলের সাথে থাকা আবু সুফিয়ান নদীর স্রোতে তলিয়ে যান। অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
সংবাদ পেয়ে স্থানীয় ট্যুরিস্ট পুলিশ, গোয়াইনঘাট থানা পুলিশ এবং স্থানীয় ডুবুরিরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালায়। সন্ধ্যা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তরিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি নদীতে এক পর্যটন নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান , নিখোঁজ পর্যটককে উদ্ধারে পুলিশ ও ডুবুরি দল কাজ করছে।