
শাহেদ আহমদ:
গোলাপগঞ্জে পুলিশের ওপর ব্যাপক হামলা চালিয়েছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এসময় তারা বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও আগুন দিয়েছে। শনিবার (২৮ অক্টোবর) বিকেলে সাড়ে তিনটার দিকে উপজেলার পৌর শহরের চৌমুহনীতে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
জানা যায়, গোলাপগঞ্জে সরকার পতনের এক দফা এক দাবিতে জামায়াতের সমাবেশের শেষ পর্যায়ে হঠাৎ কয়েকজন কর্মী পুলিশকে লক্ষ্য করে অতর্কিতে ইট-পাটকেল ছুঁড়তে শুরু করে। পরে পুলিশও লাঠিচার্জ করে। এতে সংঘর্ষ শুরু হয়।
এ সময় বিভিন্ন দোকানপাট ভাঙচুর করে দলটির নেতাকর্মীরা। এছাড়া রাস্তার পাশের ভবনের ছাদ থেকে ঢিল ছুঁড়তে থাকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে। তাদের হামলায় পুলিশের অনেক সদস্য আহত হয়েছেন।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক শিবলি হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, জামায়াত শিবিরের নেতাকর্মীরা নাশকতা করতেই পুলিশের উপর হামলা করেছে।