গোলাপগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে৷ মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে পৌর শহরের চৌমুহনীতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এই উচ্ছেদ অভিযানে গোলাপগঞ্জ পৌর শহরের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এছাড়াও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক এর কার্যালয় সিলেটের জর্জ মিত্র অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও দ্রব্যমূল্য পরিদর্শন না করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: আলী রাজিব মাহমুদ মিঠুন। অভিযানে সহায়তা করেন গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ।