1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ অপরাহ্ন

গোলাপগঞ্জে র‍্যাবের হাতে ছাত্রলীগ নেতা রিপন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

র‍্যাবের হাতে গ্রেপ্তার হলেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা মিলাদুর রহমান রিপন (৩৯)।

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধা ৭টার দিকে গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের খালপার বাজার থেকে র‍্যাব-৯ এর একটি অভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মিলাদুর রহমান রিপন উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ গ্রামের মৃত মুহিবুর রহমানের ছেলে।

মামলার এজহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুর ২ টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের মিছিলকে পণ্ড করতে রিপনসহ আওয়ামীলীগের বিভিন্ন অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রসহ হামলা চালায় তারা। এসময় আবু তাহের নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় আবু তাহেরের মা হাজিরা বেগম বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে (মামলা নং-সি আর ৩১২/২০২৪ইং) একটি মামলাটি দায়ের করেন। এই মামলায় এজহারভুক্ত ৩ নং আসামী রিপন। এছাড়াও আরো একটি মামলায় ৩নং আসামী সে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, র‍্যাব আসামীকে গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করেছে। আগামীকাল আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত