1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
জাসাস ফ্রান্স শাখার আহবায়ক কমিটি গঠন জনগণের সেবক জনতাই বেছে নেবে,শেষ পর্যন্ত নির্বাচনে মাঠে আছি: মুহাম্মদ ফখরুল ইসলাম গোলাপগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন বাঘার নেতাকর্মী স্বৈরাচারী হাসিনার সব বাঁধা উপেক্ষা করে আমাকে বিজয়ী করেছিলেন: ফয়সল চৌধুরী গোলাপগঞ্জে এ. কাইয়ুম-আলকুমা মেমোরিয়াল ফাউন্ডেশনের পঞ্চম শ্রেণী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন গোলাপগঞ্জে ৩হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ১লক্ষ ১০হাজার টাকা জরিমানা গোলাপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফলের লক্ষ্যে প্রস্তুতি সভা সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার নতুন কমিটির অভিষেক আগামী ২৩ অক্টোবর সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার নতুন কমিটির অভিষেক আগামী ২৩ অক্টোবর

বিয়ানীবাজারে বড় ভাইয়ের কুড়ালের আঘাতে ছোট ভাই নি*হত

বিয়ানীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

সিলেটের বিয়ানীবাজারে পারিবারিক কলহ ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের কুড়ালের আঘাতে ছোট ভাই খুন হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বিকেলের দিকে উপজেলার দুবাগ ইউনিয়নের দক্ষিণ দুবাগ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আদিল (২৫) দুবাগ ইউনিয়নের দক্ষিণ দুবাগ গ্রামের মোখলেছ মিয়ার পুত্র। সে পেশায় একজন টমটম চালক। তার ২/৩ মাসের একটি ছোট্ট মেয়ে শিশু রয়েছে।

সন্ধ্যায় খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোদ প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

জানা যায়, সংসারের অভাব-অনটন থাকায় মোখলেছ মিয়ার যৌথ পরিবারে নিত্যদিনই লেগে থাকত ঝগড়া-বিবাদ। ঘটনার দিন দুপুরের দিকে বড় ভাই কাদির ও ছোট ভাই আদিলের মধ্যে প্রচন্ড বাকবিতন্ডা হয়। একপর্যায়ে বাড়িতে রক্ষিত কুড়াল দিয়ে কাদির সজোরে আঘাত করে আদিলের মাথায়। গুরুতর রক্তাক্ত অবস্থায় আদিল মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে সিলেটে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার পর চারখাই এলাকায় যাওয়ার আগেই তার মৃত্যু হয়। পরে লাশ নিয়ে পুনরায় বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনরা। খবর পেয়ে থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন, লাশের প্রাথমিক সুরতহাল তৈরি শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অভিযুক্ত আসামী গ্রেপ্তারে আমরা তৎপরতা চালাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত