1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন

গোলাপগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

গোলাপগঞ্জের শরীফগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামে নাসির উদ্দিন নামের এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চুর চক্রের সদস্যরা ঘরের তালা ভেঙ্গে নগদ টাকা, স্বর্নালংকার সহ কয়েক লক্ষ টাকার মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

এ ঘটনার খবর পেয়ে সকালে কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খান জালাল সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রবাসী নাসির উদ্দিনের ছোট ভাই আলাউর রাহমান আলাল জানান, আমি মালেশিয়ায় যাওয়ার জন্য রাতে সিলেটে অবস্থান করছিলাম। আমার পরিবারের অন্য সদস্যরাও জরুরি কাজে বাড়িতে ছিলেন না। এই সুযোগে চোর চক্রের সদস্য আমার ঘরের তালা ভেঙ্গে ১৫ ভরি স্বর্নালংকার ও নগদ সাড়ে ৪লক্ষ টাকা সহ অন্যান্য জরুরি আসবাবপত্র চুরি করে নিয়ে যায়।

কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খান জালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি। পুলিশ চোরদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত