1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে কুখ্যাত ডাকাত মোল্লা ফজলু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

গোলাপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ডাকাত সর্দার মোল্লা ফজলু (৪৫) কে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমভাগ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোল্লা ফজলু ভাদেশ্বর পশ্চিমভাগ গ্রামের আকমল আলীর ছেলে।

তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় ২/৩ টি ডাকাতি মামলা ও ছিনতাই মামলার ওয়ারেন্ট রয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাদেশ্বর পশ্চিমভাগ গ্রামে অভিযান পরিচালনা করে ডাকাত সর্দার মোল্লা ফজলুকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা। তিনি বলেন, আসামীকে বুধবার সকালে কোর্টে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত