1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন

গোলাপগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনকে কা.রা.দ.ণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

গোলাপগঞ্জে মাদক সেবনের দায়ে ৪জনকে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গোলাপগঞ্জ পৌরসভার বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমনিয়া গ্রামের দুলাব আলীর ছেলে মো. ছয়ফুল আহমদ (৫৩), মৃত আকবুল আলীর ছেলে মো. জুনেল আহমেদ মনাই (২৬), আব্দুর রহমানের ছেলে মো. আব্দুল আজিম আহমদ শান্ত (২২) ও আব্দুস সালাম এর ছেলে মো. নজরুল ইসলাম (৫২)।

মদ ও গাজা সেবনের অপরাধে তাদেরকে বিভিন্ন মেয়াদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কারাদণ্ড ও জরিমানা করা হয়। অভিযানে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার-ইন-চার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা এর নেতৃত্বে পুলিশের একটি টিম সহযোগিতা করে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল বলেন, মাদকমুক্ত গোলাপগঞ্জ উপজেলা গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত