
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ফ্রান্স শাখার ৩৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) জাসাস কেন্দ্রীয় কমিটির আহবায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৩৭ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
এতে শেখ ইমরান হোসেনকে আহবায়ক ও মেহেদূ হাসানকে সদস্য সচিব করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক শাহজাহান আহমেদ, যুগ্ম আহবায়ক শাহজাহান আহমেদ, ময়নুল হক, মোঃ জুনেদ আহমেদ, সালাউদ্দিন, আল আমিন সম্রাট, পারভেজ হুসেন শিশির, সায়েম আহমদ লিটন, নাজমুল ইসলাম, মাসুদ আহমদ, মাহি উদ্দিন, আরিফ আহমেদ, শেখ ওয়াহিদুজ্জামান, জাফর আহমেদ, জাহিদুল ইসলাম, বুরহান আহমদ কামরান, জামিল আহমদ রায়হান, মোহাম্মদ মোসলাহ উদ্দিন, শাহ আলম।
সদস্যরা হলেন, ফাহিম আহমেদ চৌধুরী, মোহাম্মদ মুহিত আহমদ ফরহাদ খান, আব্দুল কাইয়ুম, মিজান আলম, সুহেল খান, শরীফ হোসেন, জাহিদুল ইসলাম, তুহিন আহমদ, আব্দুর রহমান, শেখ হাফিজুর রহমান, আব্দুস সোবহান রাজু, মুহিন আহমদ, নুমান আহমদ, আবিদ হাসান, আরফিন রাজ বাবলু, সুলতান হোসেন শুভ।
জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ফ্রান্স শাখার আহবায়ক শেখ ইমরান হোসেন গোলাপগঞ্জ উপজেলার সন্তান। তাকে আহবায়ক করায় এই কমিটির সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছেন গোলাপগঞ্জবাসী।