1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নেতৃত্বে মোহিদ-নুরুল বেলাল আহমদের মৃত্যুতে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের শোক নির্বাচন আয়োজনের লক্ষ্যে গোলাপগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা গোলাপগঞ্জের খেজুর গাছের প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলামের উঠান বৈঠক গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় পা হারানো শিপনের পাশে দাঁড়ালেন সেলিম উদ্দিন লেখক সাংবাদিক মো. ফয়ছল আলমকে আরটিসি’র সংবর্ধনা গোলাপগঞ্জে গাঁজা সেবনের দায়ে ২ জনকে জেল জরিমানা ইউএনও মিলটন চন্দ্র পালের ছোঁয়ায় বদলে যাচ্ছে গোলাপগঞ্জ পৌর শহর! গোলাপগঞ্জের যুবদল কর্মী রনি হত্যার মূল পরিকল্পনাকারী ইমা গ্রেপ্তার

বিএসএফ ক্যাম্পে ফেলে আসা স্বর্ণালংকারসহ ব্যাগ যেভাবে ফেরত পেলেন বাংলাদেশি দম্পতি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে আটক হয়েছিলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার উত্তর কুলাউড়ার বাসিন্দা বিষ্ণুপদ গোস্বামী ও তাঁর স্ত্রী মাধবী ভট্টাচার্য। পরে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। তবে তারা বাংলাদেশে ফিরে এলেও বিএসএফ ক্যাম্পে ফেলে আসা আড়াই ভরি স্বর্ণালংকারসহ একটি ব্যাগ দীর্ঘ ছয় মাস ধরে সেখানে পড়ে ছিল।

অবশেষে বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে পতাকা বৈঠকের পর সেই ব্যাগটি স্বর্ণালংকারসহ ওই দম্পতির হাতে তুলে দেয় বিএসএফ।

শুক্রবার (৭ নভেম্বর) বিজিবি জানায়, গত ২৭ এপ্রিল বিষ্ণুপদ গোস্বামী ও মাধবী ভট্টাচার্য অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। ভারতের তারেকপুর ক্যাম্পের বিএসএফ ১৭১ ব্যাটালিয়নের সদস্যরা তাঁদের আটক করেন। পরদিন (২৮ এপ্রিল) বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে দম্পতিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

তবে বিএসএফ ক্যাম্পে অবস্থানকালীন সময় তাদের একটি ব্যাগ সেখানেই থেকে যায়। ব্যাগটিতে ছিল প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার ও কিছু ব্যক্তিগত জিনিসপত্র। পরে বিএসএফ বিষয়টি বিজিবিকে অবহিত করে এবং ব্যাগটি মালিকদের কাছে ফেরত দেয়ার আগ্রহ প্রকাশ করে। বিজিবি বিষয়টি যাচাই করে নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার দম্পতিকে বিজিবির ফুলতলা বিওপি এলাকার বটুলী আইসিপিতে উপস্থিত থাকতে বলা হয়।

বৃহস্পতিবার দুপুরে বিজিবি ৫২ ব্যাটালিয়নের ফুলতলা বিওপি ও বিএসএফ ৯৭ ব্যাটালিয়নের ইয়াকুবনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ ব্যাগটি বিজিবির উপস্থিতিতে বিষ্ণুপদ গোস্বামী ও তার স্ত্রীর হাতে তুলে দেয়।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, বিএসএফ ক্যাম্পে ফেলে আসা আড়াই ভরি স্বর্ণালংকারসহ ব্যাগটি পতাকা বৈঠকের মাধ্যমে মালিকের হাতে তুলে দেয়া হয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সহযোগিতায় বিষয়টি সুন্দরভাবে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত