1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
গোলাপগঞ্জে প্রবাসীর ক্ষেতের জমি থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ ইউএস বাংলা গ্লোবাল এসোসিয়েশনের উদ্যোগে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ জাতীয় শিক্ষা সপ্তাহে গোলাপগঞ্জে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মোঃ জিন্নুর আহমদ চৌধুরী জামেয়া ইসলামিয়া আইডিয়াল দাখিল মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও মেরিট অ্যাওয়ার্ড প্রদান ইতালি মিলানে বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল মোগলাবাজারে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গোলাপগঞ্জের তরুণীর অনশণ মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়ের ৫০বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষ্যে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত সিলেট-৬ আসনে ১জনের মনোনয়ন বাতিল, ৩জনের স্থগিত গোলাপগঞ্জে অবৈধভাবে মাটি কাঁটার অভিযোগে দেড় লক্ষ টাকা জরিমানা গোলাপগঞ্জে মাদক সেবনের অপরাধে দুজনকে জেল জরিমানা

বিএসএফ ক্যাম্পে ফেলে আসা স্বর্ণালংকারসহ ব্যাগ যেভাবে ফেরত পেলেন বাংলাদেশি দম্পতি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে আটক হয়েছিলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার উত্তর কুলাউড়ার বাসিন্দা বিষ্ণুপদ গোস্বামী ও তাঁর স্ত্রী মাধবী ভট্টাচার্য। পরে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। তবে তারা বাংলাদেশে ফিরে এলেও বিএসএফ ক্যাম্পে ফেলে আসা আড়াই ভরি স্বর্ণালংকারসহ একটি ব্যাগ দীর্ঘ ছয় মাস ধরে সেখানে পড়ে ছিল।

অবশেষে বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে পতাকা বৈঠকের পর সেই ব্যাগটি স্বর্ণালংকারসহ ওই দম্পতির হাতে তুলে দেয় বিএসএফ।

শুক্রবার (৭ নভেম্বর) বিজিবি জানায়, গত ২৭ এপ্রিল বিষ্ণুপদ গোস্বামী ও মাধবী ভট্টাচার্য অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। ভারতের তারেকপুর ক্যাম্পের বিএসএফ ১৭১ ব্যাটালিয়নের সদস্যরা তাঁদের আটক করেন। পরদিন (২৮ এপ্রিল) বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে দম্পতিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

তবে বিএসএফ ক্যাম্পে অবস্থানকালীন সময় তাদের একটি ব্যাগ সেখানেই থেকে যায়। ব্যাগটিতে ছিল প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার ও কিছু ব্যক্তিগত জিনিসপত্র। পরে বিএসএফ বিষয়টি বিজিবিকে অবহিত করে এবং ব্যাগটি মালিকদের কাছে ফেরত দেয়ার আগ্রহ প্রকাশ করে। বিজিবি বিষয়টি যাচাই করে নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার দম্পতিকে বিজিবির ফুলতলা বিওপি এলাকার বটুলী আইসিপিতে উপস্থিত থাকতে বলা হয়।

বৃহস্পতিবার দুপুরে বিজিবি ৫২ ব্যাটালিয়নের ফুলতলা বিওপি ও বিএসএফ ৯৭ ব্যাটালিয়নের ইয়াকুবনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ ব্যাগটি বিজিবির উপস্থিতিতে বিষ্ণুপদ গোস্বামী ও তার স্ত্রীর হাতে তুলে দেয়।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, বিএসএফ ক্যাম্পে ফেলে আসা আড়াই ভরি স্বর্ণালংকারসহ ব্যাগটি পতাকা বৈঠকের মাধ্যমে মালিকের হাতে তুলে দেয়া হয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সহযোগিতায় বিষয়টি সুন্দরভাবে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত