1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ অপরাহ্ন

গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্ট’র ৩য় মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে ৩য় মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের আল এমদাদ উচ্চ বিদ্যালয়ে এ মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।

মেধাবৃত্তি পরীক্ষায় ৩৬টি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির প্রায় ৪০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মেধাবৃত্তি পরিক্ষা চলাকালীন সময় পরিদর্শন করেন পরিদর্শন করেন গোলাপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী, বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, সমাজসেবী ডাক্তার আব্দুল মুতলিব, আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার হোসেন, এলবি গ্রীণ ফ্লাওয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফুর রহমান টিপু, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইকুল ইসলাম, শিরিন মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুদু, আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও মেধাবৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক শফিক উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন আইসিটি শিক্ষক ও মেধাবৃত্তি পরীক্ষার সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল হামিদ, দক্ষিণভাগ এসি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল কুদ্দুস, মেধাবৃত্তি পরীক্ষার সদস্য সচিব সালমান কাদের দিপু, ইউপি সদস্য সামসুল ইসলাম কয়েছ, হেলাল উদ্দিন খান, আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য আবু তাহের ফয়ছল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত