কবি ছাবিনা আক্তার
আমার প্রিয় শিক্ষক,
জীবনের অন্ধকারে আলো হয়ে এসেছেন তুমি,
মা-বাবার পর যদি কাউকে ধরি প্রাণের কাছে,
তাহলে তুমি সেই সবচেয়ে আপন মানুষ।
শুধু বইয়ের পাতা উল্টাও না,
তুমি শিখিয়েছো কীভাবে মানুষ হতে হয়,
বিপদে-আপদে ছিলে পাশে,
দিয়েছো সাহস, দিয়েছো ভালোবাসার ছোঁয়া।
ব্যর্থতার আঁধারে যখন হারিয়ে যেতাম,
তুমি বলতেছ, “তুই পারবি, কখনো ভেঙে পড়িস না।”
সফলতার সিঁড়ি চড়ার পথে শেখিয়েছো বিনয়,
বলে গেছো, “প্রত্যেক সাফল্য নতুন যাত্রার শুরু।”
তোমার প্রতিটি কথা ছিল আলো,
স্নেহ-মমতা করত মনকে উজ্জ্বল,
আজ তুমি হয়তো নেই কাছে,
তবু তোমার শিক্ষা আমার পথের দিশা।
শিক্ষক শুধু পড়ান না,
তুমি গড়ো জীবনের মানুষ,
আমাদের হৃদয়ে গড়ে ওঠো আদর্শ,
অম্লান তোমার স্মৃতি ও ভালোবাসা।
আমার প্রিয় শিক্ষক,
চিরকাল থাকবে তোমার নাম শ্রদ্ধায়,
ভালোবাসায়, ভরসায়, আমার নিঃশেষ নিঃশ্বাসে।