1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
গোলাপগঞ্জে প্রবাসীর ক্ষেতের জমি থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ ইউএস বাংলা গ্লোবাল এসোসিয়েশনের উদ্যোগে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ জাতীয় শিক্ষা সপ্তাহে গোলাপগঞ্জে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মোঃ জিন্নুর আহমদ চৌধুরী জামেয়া ইসলামিয়া আইডিয়াল দাখিল মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও মেরিট অ্যাওয়ার্ড প্রদান ইতালি মিলানে বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল মোগলাবাজারে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গোলাপগঞ্জের তরুণীর অনশণ মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়ের ৫০বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষ্যে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত সিলেট-৬ আসনে ১জনের মনোনয়ন বাতিল, ৩জনের স্থগিত গোলাপগঞ্জে অবৈধভাবে মাটি কাঁটার অভিযোগে দেড় লক্ষ টাকা জরিমানা গোলাপগঞ্জে মাদক সেবনের অপরাধে দুজনকে জেল জরিমানা

“শাপলা ফুল আর ভাইয়ের ভালোবাসা”

সাহিত্য ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

ভূমিকা:

জীবনের প্রতিটি সম্পর্কই এক একটি গল্প বয়ে আনে। তবে ভাই-বোনের সম্পর্ক যেন একটু আলাদা—তাদের মাঝে থাকে খুনসুটি, নির্ভরতা আর নিঃশর্ত ভালোবাসার এক অনন্য বন্ধন। কখনো কোনো কিছু না বলেও তারা একে অপরকে বুঝে নিতে শেখে, ভালোবাসাকে প্রকাশ করে নিঃশব্দ অনুভবে।

এই গল্পটি একটি সহজ, অথচ হৃদয়ছোঁয়া ঘটনার উপর ভিত্তি করে রচিত—যেখানে একজন ছোট ভাই, তার বোনের মুখে বলা ছোট্ট একটি পছন্দকে মনে রেখে ভালোবাসার নিদর্শনস্বরূপ একটি শাপলা ফুল উপহার দেয়। হয়তো এই ফুলটি দামি নয়, কিন্তু তার অন্তরের যে ভালোবাসা ও খেয়াল—সেটিই এই গল্পের আসল সৌন্দর্য।

এই লেখাটি কেবল ভাই-বোনের সম্পর্ক নয়, বরং পরিবারের ছোট ছোট মুহূর্ত, মায়া ও অনুভূতিকে পাঠকের সামনে তুলে ধরার এক অনন্য প্রচেষ্টা।

গল্প:

একটি সকাল, এক টুকরো স্মৃতি হয়ে আজও বুকে লেগে আছে। আমি তখন কলেজে পড়ি, আর আমার ছোট ভাই তখন চতুর্থ শ্রেণির ছাত্র। আমাদের সম্পর্ক ছিল বন্ধুর মতো। প্রায়ই আমরা একসঙ্গে বের হতাম—আমি কলেজে আর ও স্কুলে।

সেদিনও আমরা দুজনে একসঙ্গে রওনা হয়েছিলাম। গাড়িতে বসেই আমি গল্প করছিলাম—কত কথা, কত ভাবনা। হঠাৎ গাড়ির জানালা দিয়ে পাশের এক পুকুরে চোখ পড়লো। দেখি পানিতে দুলছে অসংখ্য শাপলা ফুল। আবেগভরে বললাম,

“তুই জানিস ভাইয়া, শাপলা ফুলটা আমার ভীষণ প্রিয়। কেউ যদি আমাকে একটা শাপলা ফুল উপহার দিত, অনেক খুশি হতাম।”

ভাই চুপচাপ শুনে গেল। সেদিন ওকে স্কুলে নামিয়ে দিয়ে আমি কলেজে চলে যাই।

পরদিন কলেজ বন্ধ ছিল, তাই একটু দেরি করে ঘুম থেকে উঠি। হঠাৎ ভাই এসে ঘুম ভাঙালো। আমি বিরক্ত হয়ে বকাবকি করলাম,

“ঘুমাতে দে, এই সময় ডাকার কী আছে?”

ভাই কোনো উত্তর না দিয়ে আমার হাতে একটি জলের ভেজা শাপলা ফুল তুলে দিল।

আমি অবাক হয়ে বললাম,

“তুই এটা কোথায় পেলি?”

ভাই মুচকি হেসে বললো,

“কাল তুই বলেছিলি না, শাপলা ফুল পেলে খুশি হতি? তাই আজ সকালে ওই পুকুরের মালিকের কাছ থেকে এনে দিলাম।”

সেদিনের পর থেকে পুকুরে শাপলা ফুল দেখলেই আমার ভাইয়ের মুখটা মনে পড়ে। মনে পড়ে তার ছোট্ট হাতে ধরা ভেজা ফুলটা, যার সঙ্গে মিশে ছিল তার নিঃশব্দ ভালোবাসা, যত্ন আর একটা শিশু হৃদয়ের গভীর অনুভব।

জীবনের পথে আমরা অনেক স্মৃতি জড়ো করি, কিন্তু এমন কিছু মুহূর্ত থাকে, যা হাজার কথার চেয়েও বেশি মূল্যবান হয়ে ওঠে। আমার ভাইয়ের আনা সেই একমুঠো শাপলা যেন আমার জীবনের সবচেয়ে বড় উপহার হয়ে রইল।

আজও মাঝে মাঝে যখন খুব একা লাগে, যখন কষ্টে বুক ভার হয়ে আসে—আমি গিয়ে সেই কাচের জারের দিকে তাকাই। শুকনো হয়ে যাওয়া শাপলা ফুলগুলো যেন তখন আবার জীবন্ত হয়ে ওঠে। চোখের সামনে ভেসে ওঠে সেই সকাল, সেই ভাই, আর তার নিঃস্বার্থ ভালোবাসা।

ভালোবাসা শুধু প্রেমিক-প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ নয়, তা ভাই-বোনের মাঝেও ঠিক ততটাই গভীর, ততটাই নিঃস্বার্থ হতে পারে। ছোট ছোট কাজ, ছোট ছোট অনুভবই গড়ে তোলে বড় সম্পর্কের ভিত।

শেষ অধ্যায় : ভালোবাসার শাপলা ফুল*

সময় বয়ে যায়, মানুষ বদলায়, পথও কখনো কখনো আলাদা হয়ে যায়। কিন্তু কিছু মুহূর্ত থাকে, যা কোনোদিন ফিকে হয় না।

আমার ভাইয়ের আনা সেই একমুঠো শাপলা ফুল—সেই একটি ক্ষণ—আমার জীবনের সবচেয়ে মূল্যবান অনুভূতির নাম হয়ে রইল।

আজও যখন খুব ক্লান্ত হয়ে যাই, জীবনের কঠিন বাস্তবতা যখন আমাকে দমিয়ে দেয়, আমি ফিরে যাই সেই সকালে। মনে করি সেই ভাইকে, যার ভালোবাসা ছিল একেবারে নিখাদ, যার হাসিতে ছিল আমার সমস্ত শক্তি।

ভালোবাসা সব সময় উচ্চ শব্দে প্রকাশ পায় না। কারো মুখের কথা মনে রাখা, নিঃশব্দে তার ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা—সেটাই তো সত্যিকারের ভালোবাসা।

আমার ভাই জানে না ‘ভালোবাসা’ শব্দের বিশ্লেষণ, জানে না হৃদয়ের দার্শনিকতা—তবু সে ভালোবাসতে জানে, নিঃস্বার্থভাবে, নির্ভরতায় ভরা মমতায়।

*এই গল্প শুধু শাপলা ফুলের নয়,

*এটা এক বোনের হৃদয়ের গভীরে গেঁথে থাকা এক ভাইয়ের নিঃস্বার্থ ভালোবাসার চিরন্তন প্রতিচ্ছবি।*

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত