গোলাপগঞ্জের চাঞ্চল্যকর যুবদল কর্মী রনি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তানজিদা সুলতানা ইমা (২৭) কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।.
তানজিদা সুলতানা ইমু বিয়ানীবাজার উপজেলার ঢেউ নগর গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ ও র্যাব-২, ঢাকা এর একটি যৌথ আভিযানিক দল ঢাকার বংশাল থানাধীন ৬৩/৭১ নাজিমুদ্দিন রোডের নবাব গার্ডেন রেস্টুরেন্ট এন্ড কাবাব দোকানের সামনে অভিযান পরিচালনা করে তানজিদা সুলতানাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে পরবর্তী ব্যবস্থা গ্রহণে বংশাল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ১০ (আগস্ট) গোলাপগঞ্জে ফেসবুকে পোস্টের জেরে যুবদল নেতার হাতে রনি হোসাইন পৌর শহরের কদম গাছের তল নামক স্থানে খুন হন। এ হত্যার সঙ্গে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজু নামের এক নেতার জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়। ইতিমধ্যেই সে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এসে হত্যার বিষয়টি স্বীকারও করেছে।
এ ঘটনার পর গুরুতর আহত রনিকে তার স্বজনরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে এ সময় কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। পরের দিন নিহত রনির ভাই বাদী হয়ে রাজুকে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা (মামলা নং-১২/১৬৭, তারিখ-১০/০৮/২০২৫ ইং) দায়ের করেন।