
গোলাপগঞ্জে মটর সাইকেল দুর্ঘটনায় পা হারানো তরুণ শিপন আহমদের পাশে দাঁড়ালেন সিলেট-৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি সোমবার দুপুরে ঢাকা পঙ্গু হাসপাতালে শিপনকে দেখতে যান।
এসময় তিনি তার খোঁজ খবর নেন এবং তার হাতে নগদ অর্থ তুলে দেন।
এছাড়াও হাসপাতালে সকল ধরনের সহযোগিতা ও পরিবারের পাশে থাকার অঙ্গীকার দেন। প্রয়োজন তার কৃত্রিম পা লাগানোর ব্যবস্থা করবেন বলেও জানান।
উল্লেখ্য, গত ১৩ তারিখ বোরহানউদ্দিন রোড কান্দিগাও এর সামনে সিএনজি এবং মোটরসাইকেলের দুর্ঘটনায় তিনজন আহত হন। এরমধ্যে শিপনের হাটু থেকে তার সম্পূর্ণ পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে সিলেট সরকারি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তারা থাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করে। এরপর সেখানের ডাক্তার আর কোন উপায় না পেয়ে তার পা কেটে ফেলা হয়।
জানা যায়, শিপন আহমদ পৌর এলাকার ৫নং ওয়ার্ডের ভ্যান চালক শাহ আলমের ছেলে।সে গোলাপগঞ্জে একটি ওয়াই ফাই প্রতিষ্ঠানে কাজ করতো। ওয়াফাইয়ের কাজ শেষ করে আসার পথে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।