
গোলাপগঞ্জ প্রেসক্লাবের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আহবায়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় প্রধান আহবায়ক এম আব্দুল জলিলের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহীন আলম সাহেদের পরিচালনায় সভায় আসন্ন নির্বাচন সুষ্টভাবে পরিচালনার স্বার্থে কমিটিতে নতুন দুইজন সদস্য অন্তর্ভুক্ত করা হয়। তারা হলেন মাহবুবুর রহমান চৌধুরী ও এনামুল হক এনাম। এসময় আহবায়ক শহীদুর রহমান সুহেদ উপস্থিত ছিলেন।
সভায় সংবিধান প্রণয়ন, ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচন আয়োজনের জন্য তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হলেন, মাহবুবুর রহমান চৌধুরী, শহীদুর রহমান সুহেদ, এনামুল হক এনাম। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মাহবুবুর রহমান চৌধুরী জানান, গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের একটি সুন্দর প্লাটফর্ম উপহার দিতে ও সুষ্ঠ নির্বাচন আয়োজন করতে শীঘ্রই সদস্যপদ আহবান করা হবে।