গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক, বর্তমান উপজেলা যুবদকের আহবায়ক কমিটির সদস্য, ২নং গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বর্তমান মেম্বার বেলাল আহমদ বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১০ মিনিটের সময় উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ...রাজিউন)।
বেলাল আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর যুবদল।
শুক্রবার এক যৌথ শোক বার্তায় উপজেলা যুবদলের আহবায়ক এড, মামুন আহমদ রিপন, সিনিয়র যুগ্ম আহবায়ক সালা উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক এনামুল হক এনাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মুন্না শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। নেতাকর্মীরা আরো বলেন, বেলাল আহমদ জাতীয়তাবাদী পরিবারের নিবেদিত প্রাণ ছিলেন। তার মৃত্যুতে জাতীয়তাবাদী পরিবারের সবাই শোকাহত। মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌসের দান করুন।