1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন

গোলাপগঞ্জে পলিথিন সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ২ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

সিলেটের গোলাপগঞ্জে পলিথিন সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ২ জনের কাছ থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে উপজেলার বাঘা ইউনিয়নের পরগনাবাজারে অভিযান পরিচালনা করে ২ মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকার হান্নান মিয়ার ছেলে জায়েদ আহমদ (২৪) ও একই এলাকার মৃত সাদিক মিয়ার ছেলে হোসেন মিয়া (৩০)।

অভিযানে নেতৃত্ব দেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল।

জানা যায়, পলিথিন সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে জায়েদ আহমদকে ৫ হাজার টাকা ও হোসেন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ১১ বস্তায় প্রায় ২০০ কেজি পলিথিন জব্দ করা হয়। অভিযানে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশের একটি টিম সহযোগিতা করে।

পরিবেশের ভারসাম্য রক্ষায় পলিথিন বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত