গোলাপগঞ্জে নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন রফিকুল ইসলাম। তিনি নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র কমিশনার থেকে বদলী হয়ে আসছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১১ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে জানা যায়, বিসিএস ক্যাডার নড়াইল জেলা প্রশাসকের সিনিয়র কমিশনার রফিকুল ইসলামকে ইউএনও হিসেবে গোলাপগঞ্জ উপজেলায় বদলী করা হয়। গত ১১ডিসেম্ভর মন্ত্রণালয় থেকে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করে তাকে এই বদলীর আদেশ জারি করা হয়।
গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, সম্ভবত আগামী রবিবার নতুন ইউএনও রফিকুল ইসলাম কর্মস্থলে যোগদান করতে পারেন।