
সিলেট-৬ আসনে জমিয়তের মনোনয়ন ফরম সংগ্রহ
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম-এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
আজ সোমবার (২২ ডিসেম্বর) বিয়ানীবাজার উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাসেমী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপজেলা জমিয়তের সভাপতি শায়েখ আতিকুর রহমানের নেতৃত্বে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সল আহমদ, সিলেট জেলা যুব জমিয়তের সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান, উপজেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল্লাহ, জেলা শ্রমিক জমিয়তের নেতা জাকিরসহ ছাত্র জমিয়ত ও যুব জমিয়তের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ সিলেট-৬ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থীকে বিজয়ী করতে দলীয় সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।