
নির্বাচন কমিশনের (ইসি) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সোমবার (২২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে জেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বিয়ানীবাজার উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহকালে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- বিয়ানীবাজারে বিএনপি ও অঙ্গ-সংগঠন ঐক্যবদ্ধ। সিলেট-৬ আসনে ধানের শীষের বিজয় হবেই ইনশা আল্লাহ।
বক্তব্যকালে তিনি দলীয় প্রধান খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় শীর্ষ নেতৃবৃন্দ ও গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নারগিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন ও ছালিক আহমদ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অ্যাড. আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক ও বিয়ানীনাজার পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহি, জেলা বিএনপির শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশীদ মামুন, নজরুল ইসলাম, বিয়ানীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন, গোলাপগঞ্জ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম তাজুল, বিএনপি নেতা এনাম উদ্দিন ও গুলজার আহমদ রাহেল, আব্দুল কুদ্দুস, সিলেট জেলা জাসাসের সিনিয়র যুগ্ম-আহবায়ক রানু আহমদ, সদস্যসচিব রায়হান আহমদ খান, বিয়ানীবাজার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক দোলা হোসেন সুভাষ, যুগ্ম-আহবায়ক সাব্বির আহমদ, আব্দুল গনি, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাবের আহমদ, বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক তানভীর আহমদ, আয়নুল আবেদিন, সিলেট জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন লিমন, বিয়ানীবাজার পৌর ছাত্রদলের আহবায়ক ইয়াসিন রিফাত, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এনাম আহমদ, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদল নেতা জাফর আহমদ, জামিল আহমদ আমিন রিজভী, তারেক আহমদ, এনাম উদ্দিন , রাহেল আহমদ, রাজন আহমদ, দিপু রানা, নুর উদ্দিন, সুহেল আহমদ ও লাভলু আহমদ প্রমুখ।