
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে ছয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়ন জমাদানের শেষ দিনে সিলেট জেলা প্রশাসক ও দুই উপজেলার নির্বাহী অফিসার এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন দাখিলকারীরা হলেন – বিএনপির এমরান আহমদ চৌধুরী ও ফয়সল আহমদ চৌধুরী, জামায়াতের মোহাম্মদ সেলিম উদ্দিন, গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলাম ও জাতীয় পার্টির মো. আব্দুন নুর।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট-৬ আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
বিজ্ঞাপন