গোলাপগঞ্জে মাদক সেবনের অপরাধে দুই ব্যাক্তিকে জেল ও জরিমানা করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার চৌঘরী এলাকার নুরজাহান সিএনজি পাম্পের সামনে মাদকদ্রব্য সেবন করে বিরক্তিকর আচরণ করা অবস্থায় তাদের আটক করা হয়।
এরপর মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় মোট ২ টি মামলায় একজনেক ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং আরেকজনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ।