1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন

আকাশের আর্তনাদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

আকাশের আর্তনাদ

নিবেন্দু তালুকদার

আমার আকাশের ভীষণ কালো-
মেঘ গুলো আজ গর্জে উঠুক,

ধুধু এ মরুতে আবার না হয়-
পরম পাওয়ার বৃষ্টি ঝড়ুক।

হ্যাঁ আমি আবার ভিজতে চাই-
তুমিময় এ মধুর শ্রাবনে,

চাতকের মতো চেয়ে আছি তাই-
এ তপ্ত শূন্য গগন পানে।

আমার ইচ্ছে গুলো সব –
শঙ্খ চিলের ন্যায় উড়ছে তব অম্বর পানে,

পুষ্প বৃষ্টি হয়ে ঝড়বে বুঝি-
তোমার ঐ কোমল রাঙ্গা চরণে।

তোমার আমার শুষ্ক আকাশ –
মিলে মিশে হোক একাকার,

ভালোবাসার শ্রাবণ ধারায় –
চলো ভিজি আরো একবার।

লেখক: নিবেন্দু তালুকদার, সাংবাদিক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত