1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
জাসাস ফ্রান্স শাখার আহবায়ক কমিটি গঠন জনগণের সেবক জনতাই বেছে নেবে,শেষ পর্যন্ত নির্বাচনে মাঠে আছি: মুহাম্মদ ফখরুল ইসলাম গোলাপগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন বাঘার নেতাকর্মী স্বৈরাচারী হাসিনার সব বাঁধা উপেক্ষা করে আমাকে বিজয়ী করেছিলেন: ফয়সল চৌধুরী গোলাপগঞ্জে এ. কাইয়ুম-আলকুমা মেমোরিয়াল ফাউন্ডেশনের পঞ্চম শ্রেণী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন গোলাপগঞ্জে ৩হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ১লক্ষ ১০হাজার টাকা জরিমানা গোলাপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফলের লক্ষ্যে প্রস্তুতি সভা সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার নতুন কমিটির অভিষেক আগামী ২৩ অক্টোবর সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার নতুন কমিটির অভিষেক আগামী ২৩ অক্টোবর

২৭৪ রানে অলআউট পাকিস্তান, মিরাজের ৫ উইকেট

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

খেলাধুলা ডেস্ক:

পাকিস্তান সফরে দ্বিতীয় টেস্টে দারুণ দিন কাটাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন টস জিতে স্বাগতিকদের অলআউট করে নির্বিঘ্নে শেষভাগ পার করল তারা।রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১০ রান।

এর আগে পাকিস্তানকে তারা অলআউট করে ২৭৪ রানে।নিজের ইনিংসের গোড়াতেই ফিরতে বসেছিলেন আগা সালমান। সাকিব আল হাসানের করা চা বিরতির আগের ওভারটিতে সে যে ক্যাচ পড়ল, ভাগ্যটাও যেন খুলে গেল তাঁর। পাকিস্তানের ইনিংস মেরামতের বাকি কাজটা সারলেন তিনি। লেজের ব্যাটারদের সহযোগিতায় করলেন ফিফটিও।দ্বিতীয় সেশনে ১৭৯ রানে ৫ উইকেট হারিয়ে বসা পাকিস্তানও তাতে একটু হলেও হাঁফ ছেড়ে বেঁচেছে। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংস শুরু করে তারা অলআউট হয়েছে ২৭৪ রানে। বোলারদের নৈপুণ্যের পর স্বস্তিতে দিন করেছে বাংলাদেশ। আজ প্রথম ইনিংস শুরু করে বিনা উইকেটে ১০ রানে দিন পার করেছে সফরকারীরা। ইনিংসের প্রথম ওভারেই ফিরতে পারতেন ওপেনার সাদমান ইসলাম (৬)। তবে বেঁচে গেছেন ভাগ্যের সহায়তায়। আগামীকাল আরেক ওপেনার জাকির হাসান (০) নিয়ে তৃতীয় দিন শুরু করবেন তিনি।

৪৬ রানে দ্বিতীয়বার জীবন পান সালমান। তাসকিন আহমেদের দুর্দান্ত এক ডেলিভারি তাঁর হাঁটুতে লেগে চলে যায় মেহেদি হাসান মিরাজের মুঠোয়। এলবিডব্লু ও ক্যাচের আবেদন করলেও আঙুল তোলেননি আম্পায়ার। রিভিউ থাকলে হয়তো সালমানের ফেরার সম্ভাবনা থাকত। কিন্তু তার আগেই যে দিনের তিনটি রিভিউ খরচ করে ফেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত!জীবন পেয়ে ছয় মেরে ফিফটি করেছেন সালমান। শেষ পর্যন্ত এই মিডল অর্ডারের ব্যাটারের ৯৫ বলে ৩ চার ও ২ ছয়ে সাজানো ৫৪ রানের ইনিংসটি থামে তাসকিনের বলেই, বাউন্ডারিতে সাকিবের হাতে বন্দী হয়ে। পাকিস্তানের রান তখন ২৭৪।

মিরাজের ঘূর্ণিতে শেষ উইকেট হিসেবে আবরার আহমেদ (৯) ফেরার পর এই রানেই থামে স্বাগতিকদের ইনিংস।প্রথম দিন পুরোপুরি বৃষ্টির পেটে যাওয়ায় আজ দ্বিতীয় দিন শুরু হয়েছিল মিনিট ১৫ আগে। তবে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ইনিংসের প্রথম ওভারে শেষ বলে ওপেনার আব্দুল্লাহ শফিককে (০) বোল্ড করেন তাসকিন। দ্বিতীয় উইকেটে ১০৭ রানের জুটিতে সেই চাপটা অবশ্য সামাল দেন ওপেনার সাইম আইয়ুব (৫৮) ও অধিনায়ক শান মাসুদ (৫৭)। দুজনের এই জুটি ভাঙেন মিরাজ। দুই ব্যাটারকেই ফেরান তিনি।

মিরাজ টেস্টে এ নিয়ে এক ইনিংসে ৫ উইকেট নিলেন ১০ বার। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের স্পিনাররা। তার মধ্যে মিরাজ নেন ৪ ও সাকিব ৩ উইকেট। আজকেও সেই ঘূর্ণি জাদুতে পাকিস্তানি ব্যাটারদের খাবি খাইয়েছেন তাঁরা। সাকিবের একমাত্র শিকার বাবর আজম (২৯)। চা বিরতির খানিক আগেই এই ডানহাতি ব্যাটারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তিনি। এ ছাড়া চোটে পড়া শরীফুল ইসলামের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া পেসার তাসকিন ফেরান ৩ গুরুত্বপূর্ণ ব্যাটারকে।বোলাররা নৈপুণ্য দেখালেও বেশ কয়েকটি সহজ ক্যাচ হাতছাড়া করেছে বাংলাদেশের ফিল্ডাররা। অধিনায়ক শান্ত রিভিউ নষ্ট করেছেন আবারও। দ্বিতীয় সেশনে চোট নিয়ে মাঠ ছাড়েন মুশফিকুর রহিম। পুরোদিনে বাংলাদেশের অস্বস্তি বলতে এইটুকুই।

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ৮৫.১ ওভারে ২৭৪
বাংলাদেশ ১ম ইনিংস: ২ ওভারে ১০/০

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত