1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন

আরব আমিরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে গোলাপগঞ্জের নিজামের মৃ/ত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্ট:

আরব আমিরাতের দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজাম উদ্দিন (২৮) নামে গোলাপগঞ্জের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার দিবাগত রাতে দুবাইয়ের স্থানীয় একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি উপজেলার ৪নং লক্ষীপাশা ইউনিয়নের পূর্বনিমাদল গ্রামের চেরাগ আলী ছোট ছেলে।

জানা যায়, নিজাম উদ্দিন জীবিকার তাগিদে ২ বছর থেকে দুবাইয়ে অবস্থান করছিলেন। হঠাৎ করে ৩ সেপ্টেম্বর রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষনিকভাবে তার বড় ভাই দুবাইয়ের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

নিজাম উদ্দিন তিন ভাইয়ের মধ্যে ছোট তিনি। বর্তমানে তার মরদেহ মর্গে রাখা আছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে দ্রুত তার মরদেহ দেশে আনা হবে বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ৪নং লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য দিলাল আহমদ দিলাল।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত