
গোলাপগঞ্জ প্রতিনিধি:
নির্বাচন কমিশন (ইসি) গণঅধিকার পরিষদকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ও প্রতীক দেয়ায় গোলাপগঞ্জে আনন্দ মিছিল হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২ টায় তারুণ্য নির্ভর ছাত্র জনতার কাঙ্ক্ষিত রাজনৈতিক দল হিসেবে অবদান রাখতে গণঅধিকার পরিষদের ব্যানারে গোলাপগঞ্জ লাজিজ রেস্টুরেন্টের সামনে থেকে থানা পর্যন্ত আনন্দ মিছিল করা হয়। এরপর সমাপনী বক্তব্যের মাধ্যমে মিছিলের সমাপ্তি হয়।
আনন্দ মিছিলে উপস্থিতি ছিলেন গণঅধিকার পরিষদ সিলেট জেলার যুগ্ন সদস্য সচিব ও উপজেলা সমন্বয়ক সৈয়দ আলবাব হোসাইন, ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক হাসান আহমদ চৌধুরী মাজেদ, গোলাপগঞ্জ উপজেলার সমন্বয়ক আব্দুর রহমান যুব অধিকার পরিষদ গোলাপগঞ্জ উপজেলার সমন্বয়ক সামাদ আহমদ, লাভলু সহ গণঅধিকার ও অঙ্গসংগঠন গোলাপগঞ্জ উপজেলার সকল নেতাকর্মীরা।
এছাড়া এই আনন্দ মিছিলে ছাত্র, যুব, শ্রমিকসহ গণঅধিকার পরিষদের প্রায় শতাধীক কর্মী সমর্থক অংশ নেয়।