1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১২:৩২ অপরাহ্ন

গোলাপগঞ্জে পূর্ব শত্রুতার বিরোধের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

গোলাপগঞ্জ প্রতিনিধি:

গোলাপগপঞ্জে পূর্ব শত্রুতার বিরোধের জেরে আব্দুল আহাদ (৩৫) নামের এক ব্যক্তির উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আমুড়া ইউনিয়নের শিলঘাট গ্রামের নোয়াবাড়ি শাহিনের মুদি দোকানে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত ভুক্তভোগী আব্দুল আহাদ গোলাপগঞ্জ মডেল থানায় একই গ্রামের ফজলু মিয়ার ছেলে তামবির আহমদ (৩৫), মাসুক উদ্দিনের ছেলে ছুমায়ের (২০), ফজলু মিয়ার ছেলে সাকিল আহমদ (২২), মৃত ময়না মিয়ার ছেলে নজরুল ইসলাম (৪০), চেরাগ আলীর ছেলে তুহিন আহমদ ((২২), জামাল উদ্দিনের ছেলে কামরুল ইসলাম (৩৫) কে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেছেন।

আব্দুল আহাদ আমুড়া ইউনিয়নের শিলঘাট নোয়াবাড়ির মৃত শওকত আলীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী আব্দুল আহাদ শিলঘাট গ্রামের শাহিনের মুদি দোকানের সামনে আসামাত্র পূর্বের বিরোধের জেরে কোর্টে দায়েরকৃত মামলা তুলার জন্য তানবির আহমদ গালিগালাজ করে। এর প্রতিবাদ করায় আব্দুল আহাদকে প্রাণের মারার জন্য এজহার নামীয় আসামীরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এরপর স্থানীয় তাকে আহত অবস্থায় উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ ব্যাপারে ভুক্তভোগী আব্দুল আহাদ জানান, বিগত দিন আমার স্ত্রীকে এই সন্ত্রাসীরা হামলা করেছিল। এ জন্য তাদের বিরুদ্ধে আদালতে একটি মামলা চলমান রয়েছে। এই মামলাটি আদালত থেকে তুলে নিতে আসামীরা বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। বুধবার সন্ধ্যায় পূর্ব পরিকল্পিত ভাবেই তারা আমায় প্রাণে মারার উদ্দেশ্যে এই হামলা করেছে। আমার ছেলে আমায় বাঁচাতে এগিয়ে আসায় তাকেও মারধর করা হয়েছে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার এস আই আসিব আহমদ জানান, আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত