1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

সিলেটের গোলাপগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত মাহবুব আহমদ (২৬) নামের যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাহবুব আহমদ আমরা ইউনিয়নের আমনিয়া পাড়া গ্রামের সহিব আহমদ ড্রাইভারের তৃতীয় ছেলে। সে মোটরসাইকেল মেকানিক ছিল।

জানা যায়, গত ১৪ অক্টোবর আনুমানিক রাত আড়াইটার দিকে কাজ শেষে সিলেট থেকে আসার পথে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ এমসি একাডেমির সামনে আসামাত্র অপর দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিক স্থানীয়রা মাহবুবকে আশংকাজনক অবস্থায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালের ভর্তি করা হয়। এরপর এই হাসপাতালে আইসিইউতে ৭দিন চিকিৎসাধীন থাকার পর আজ রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত