1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে অবৈধভাবে টিলাকাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

গোলাপগঞ্জে অবৈধভাবে টিলাকাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের নওয়াই দক্ষিণভাগ চৌধুরী পাড়া গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রাশিদ আলীকে এ জরিমানা করা হয়।

এসময় অভিযানে সহযোগিতা করেন গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ।

জানা যায়, গত কয়েকদিন থেকে নওয়াই দক্ষিণভাগ চৌধুরী পাড়া গ্রামে রাশিদ আলী অবৈধ বাবে টিলা কাটা কাটছেন এমন অভিযোগ পেয়ে মঙ্গলবার অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ। এসময় তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে টিলাকাটার দায়ে রাশিদ আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন৷

জরিমানার বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ জানান, উপজেলায় অবৈধভাবে টিলাকাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত