1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
সিলেট-৬ আসনের বিএনপির প্রার্থী অ্যাড. এমরান আহমদ চৌধুরীর মনোনয়নপত্র সংগ্রহ সিলেট-৬ আসনে জমিয়তের প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলামের মনোনয়ন ফরম সংগ্রহ গোলাপগঞ্জের বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার ১ গোলাপগঞ্জে যুবলীগ-ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিলো ছাত্র-জনতা গোলাপগঞ্জ ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল গোলাপগঞ্জে নতুন ইউএনও রফিকুল ইসলাম গোলাপগঞ্জে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান গোলাপগঞ্জে দুটি মটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ বিজয় দিবসে শহীদদের স্মরণে গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

গোলাপগঞ্জে ৩ পুলিশ সদস্যের ওপর হামলা, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

গোলাপগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়৷

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের নিমু মিয়ার ছেলে সোয়াইবুর রহমান মিটন (৩০), আমুড়া বাঙ্গালীগুল গ্রামের মৃত সাবাজ আলীর ছেলে গিয়াস উদ্দিন (৪৫), তার ভাই সাহাব উদ্দিন ও একই গ্রামের মৃত আবাদ আলীর ছেলে নুর উদ্দিন (৫২)।

মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এরাল বিল নিয়ে লিজগ্রহীতা ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে বিরোধ চলছিল৷ বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গত ১০ নভেম্বর সন্ধ্যায় দু’পক্ষকে নিয়ে থানায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দু’টি পক্ষ আশ্বস্ত করেন কোন ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না।

পরবর্তীতে ওই দিন দিবাগত রাত দেড়টার দিকে থানার উপপরিদর্শক সুরুজ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে সন্ধ্যায় মিটিং পরবর্তী কোন ধরণের সমস্যা হচ্ছে কি না জানার জন্য এরাল বিলে যান। এরপর তারা নৌকা যোগে এরাল বিলের মধ্যে খানে পৌঁছামাত্র বিলে মাছ শিকার করা প্রায় অর্ধশতাধিক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়৷

হামলায় থানার উপপরিদর্শক সুরুজ আলী, কনস্টেবল তানজিল ও রনি তালুকদার আহত হন। হামলায় গুরুতর আহত সুরুজ আলী বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এঘটনায় উপপরিদর্শক সুরুজ আলী বাদি হয়ে ২৪ জনের নামোল্লেখ ও ২৫ জনকে অজ্ঞাত আসামি করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং: ১২ তা: ১১/১১/২০২৪ইং) দায়ের করেন। মামলার ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৩ জনসহ ৪ জনকে গ্রেপ্তার করে৷

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্যা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত