1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
জাসাস ফ্রান্স শাখার আহবায়ক কমিটি গঠন জনগণের সেবক জনতাই বেছে নেবে,শেষ পর্যন্ত নির্বাচনে মাঠে আছি: মুহাম্মদ ফখরুল ইসলাম গোলাপগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন বাঘার নেতাকর্মী স্বৈরাচারী হাসিনার সব বাঁধা উপেক্ষা করে আমাকে বিজয়ী করেছিলেন: ফয়সল চৌধুরী গোলাপগঞ্জে এ. কাইয়ুম-আলকুমা মেমোরিয়াল ফাউন্ডেশনের পঞ্চম শ্রেণী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন গোলাপগঞ্জে ৩হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ১লক্ষ ১০হাজার টাকা জরিমানা গোলাপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফলের লক্ষ্যে প্রস্তুতি সভা সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার নতুন কমিটির অভিষেক আগামী ২৩ অক্টোবর সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার নতুন কমিটির অভিষেক আগামী ২৩ অক্টোবর

দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন রুপে মাঠে আওয়ামী সন্ত্রাসীরা

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

সালমা আক্তার বৃষ্টি:

দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিত ভাবে কাজ করে যাচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা। তারা বিভিন্ন রুপে বিভিন্ন ভাবে মাঠে রয়েছে।

ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, ধর্ষণের মতো অপরাধ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ার পেছনে ক্ষমতাচ্যুত আওয়ামীলীগেরই হাত রয়েছে। আর এর বাস্তবায়নে মাঠে রয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ। সংগঠনটির মাস্টারমাইন্ডরা পরিকল্পিতভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পেশাদার অপরাধীদের নানা পন্থায় মাঠে নামাচ্ছে। অনেক ক্ষেত্রে নিজেরাও যুক্ত হচ্ছে। এসব অপরাধ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারসহ বিভিন্ন অ্যাপস গ্রুপের মাধ্যমে।

ছাত্র-জনতার নজিরবিহীন গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর পর থেকেই মূল দল আওয়ামী লীগের পাশাপাশি ছাত্রলীগের নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যান। রাজনৈতিক পটপরিবর্তনের পর ছাত্র সমাজের দাবির মুখে গত বছরের ২৩ অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার।

বিভিন্ন তথ্য মতে, আত্মগোপনে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে কিছুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। যে রকম সংঘাত-সহিংসতার আশঙ্কা করা হয়েছিল সেটি হয়নি। কিন্তু এক মাস ধরে হঠাৎ করেই সামাজিক অস্থিরতা বেড়ে গেছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছিনতাই, ডাকাতি এবং ধর্ষণের মতো ঘটনা বেড়ে চলেছে। তবে এসব অপরাধের বেশির ভাগ পরিকল্পিত এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের হাত রয়েছে।

তাদের হাতে অবৈধ অস্ত্র ছাড়াও কালোটাকাও আছে। এ দুই শক্তিতে ভর করে নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে।

অভিযোগ রয়েছে, এরই মধ্যে আত্মগোপনে থাকা সংগঠনটির নেতাকর্মীদের অনেকেই ভোল পালটাতে শুরু করেছেন। বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনে আশ্রয় নেওয়ার পথ খুঁজছেন তারা। দলগুলোও আবার নিজেদের প্রভাব বলয় ও শক্তি বাড়াতে কাছে টানছেন নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের নেতাকর্মীদের। এর বাইরে আত্মগোপনে থাকা সংগঠনটির অধিকাংশ নেতাকর্মী নানা উপায়ে সংগঠিত হওয়ার চেষ্টা করছেন।

জানা গেছে, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, সিগন্যালসহ বিভিন্ন অ্যাপস ব্যবহার করে এরা সংগঠিত হওয়াসহ পরিকল্পনা বাস্তবায়নে নিয়মিত যোগাযোগ রাখছেন। এছাড়া সমাজে অস্থিতিশীলতা তৈরি করতে তারা কিশোর গ্যাংয়ের সদস্য, মাদকসেবীসহ চিহ্নিত অপরাধীদের কাজে লাগাচ্ছে। এদের ব্যবহার করে চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ সংঘটিত করাচ্ছে। এ জন্য প্রয়োজনমতো আর্থিক বিনিয়োগও করা হচ্ছে।

বলে সূত্র নিশ্চিত করেছে। কিছুদিন আগে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের একটি অডিও ভাইরাল হয়। ঢাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে বিদেশে পলাতক আওয়ামী লীগের এই নেতা নির্দেশ দেন। এজন্য যা যা করণীয় তিনি করবেন বলেও অডিও বার্তায় শোনা যায়। অডিও বার্তায় জাহাঙ্গীর আলমকে বলতে শোনা যায়, ‘যে শহরে আমাদের নেতাকর্মী দিনের বেলায় চলাচল করতে পারবে না, সে শহরে রাতে কেউ ঘুমাতে পারবে না।’

তাই দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

লেখক: কলামিস্ট
সদস্য, জৈন্তাপুর উপজেলা বিএনপি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত