
গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত সাইদ আলম বাদী হয়ে মামলা ২০৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। তিনি উপজেলার দত্তরাইল গ্রামের আলা উদ্দিনের ছেলে।
(২৭ আগস্ট) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের।
মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করে ৫৫ জনের নাম উল্লেখ করে ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করেন তিনি।
মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন, ১। নুরুল ইসলাম নাহিদ, এম.পি, সিলেট-৬ আসন (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার), ২। আমিনুল ইসলাম রাবেল (৪৫), মেয়র, গোলাপগঞ্জ পৌরসভা, পিতা দূর মিয়া, সাকিন-দাড়িপাতন শেখানী, ৩। রুহিন আহমদ খান (৪০), কাউন্সিলর, ৫নং ওয়ার্ড, গোলাপগঞ্জ পৌরসভা, ৪। কামরান আহমদ (৪৫), পিতা মৃত মাসুক আলী, সাকিন-রনকেলী দিঘীরপাড়, ৯নং ওয়ার্ড, গোলাপগঞ্জ পৌরসভা, ৫। মরিয়ম বেগম (২৮), মহিলা বিষয়ক সম্পাদক, যুব মহিলা লীগ, গোলাপগঞ্জ উপজেলা, পিতা আব্দুর রহমান, সাকিন-দক্ষিণ পনাইরচক, ৬। সুমন আলী উরফে আবাদি সুমন (৪০), পিতা তোরণ, সাকিন-ফুলবাড়ী, পূর্বপাড়া, ৭। লাভলু (৪০), পিতা সিরাজ উদ্দিন, সাকিন-পশ্চিম ঘোগারকুল, ৮। মনিরুল হক পিনু (৩২), পিতা মৃত ফজলুল হক লেচু মিয়া, সাকিন-কায়স্থগ্রাম, ৯। তাজুল ইসলাম (৩৩), পিতা মৃত আব্দুর রাজ্জাক, সাকিন-ঘোষগাঁও নওয়াটুল, ১০। আব্দুল হানিফ খান, চেয়ারম্যান, ৩নং ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ, গোলাপগঞ্জ, ১১। ফখরুল ইসলাম সাহেদ, পিতা মৃত চান মিয়া, সাকিন-স্বরসতী, ১২। চয়ন দেবনাথ (২৩), পিতা অজ্ঞাত, সাকিন-স্বরসতী কামারগাঁও, ১৩। আব্দুস শহিদ শাওন, সভাপতি, পৌর ছাত্রলীগ, গোলাপগঞ্জ, পিতা মৃত আব্দুল মন্নান, সাকিন-রণকেলী নয়াপাড়া (দক্ষিণভাগ), ১৪। দেলওয়ার হোসেন দিপন, সাবেক সাধারণ সম্পাদক, পৌর ছাত্রলীগ, গোলাপগঞ্জ, ১৫। ফুল মিয়া (২৫), পিতা মৃত আতাই মিয়া, সাকিন-ঘোগারকুল, ১৬। মাহবুব মিয়া (৩০) পিতা রজাই মিয়া, সাকিন-বাখরখলা,সহ আওয়ামী লীগ, তার অঙ্গ সহযোগী সংগঠনের ৫৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। এছাড়াও এই মামলা অজ্ঞাত হিসেবে আরও ১০০-১৫০জনকে আসামি করা হয়েছে।