
গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সভাপতি হলেন রিহাব আহমদ।
শনিবার (১০ ডিসেম্বর) গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুহেল আলী ও সাধারণ সম্পাদক মান্না আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভাদেশ্বর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে রিহাব আহমদকে সভাপতি করা হয়।
রিহাব আহমদ ভাদেশ্বর ইউনিয়নের ছিলিমপুর গ্রামের মো: রহমত আলীর ছেলে।
রিহাব আহমদকে সভাপতি করায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনির্বাচিত সভাপতি রিহাব আহমদ।
তিনি বলেন, আমি যাতে আমার দায়িত্ব ভালো ভাবে পালন করতে পারি এই দোয়া করবেন।