1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে আরেক মামলায় নাহিদ সহ আসামি ৫১জন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

পিতার হত্যার বিচার চেয়ে গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুস সালাম এর ছেলে মনোয়ার মিয়া বাদী হয়ে মামলা ৫১ জনকে আসামি করে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেছেন। তিনি গত (৫ আগস্ট) ছাত্র জনতার আন্দোলনে নিহত ফুলবাড়ি গ্রামের আব্দুস সালাম এর ছেলে।

(১৬ অক্টোবর) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের।

মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করে ৩১ জনের নাম উল্লেখ করে ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে এই মামলায়।

মামলার এজাহারে উল্লেখযোগ্য আসামিরা হলেন, ১। নুরুল ইসলাম নাহিদ (৬০), সাবেক এমপি সিলেট-৬ আসন, পিতা- মৃত মোঃ আকদ্দছ আলী, সাং- কসবা, থানা- বিয়ানীবাজার, ২। লুৎফুর রহমান (৬০), সভাপতি, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, পিতা- নুর মিয়া, সাং- দাড়িপাতন থানা- গোলাপগঞ্জ, ৩। আব্দুল হানিফ খাঁন (৪২), চেয়ারম্যান ফুলবাড়ী ইউ/পি, পিতা- মাহমুদ খান, সাং- কিসমত মাইজভাগ, ৪। আমিনুল ইসলাম রাবেল (৪৫), সাবেক মেয়র গোলাপগঞ্জ পৌরসভা, পিতা- নূর মিয়া, সাং- দাড়িপাতন, ৫। মনজুর কাদির শফি চৌধুরী এলিম (৫০), সাবেক চেয়ারম্যান গোলাপগঞ্জ উপজেলা পরিষদ, ৬। সারোয়ার হোসেন (৫৫), পিতা- মৃত মোতাছির আলী, সাং- মোল্লাপুর, থানা- বিয়ানীবাজার, ৭। আলী আকবর ফখর (৪৫), পিতা- ছিন্দিক আলী, সাং-ফুলবাড়ী, থানা- গোলাপগঞ্জ, ৮। বদরুল ইসলাম সুয়েব (৫৫), পিতা- রুহিন আহমদ, সাং- লক্ষীপাশা, থানা- গোলাপগঞ্জ, ৯। হারুনুর রশিদ চৌধুরী (৫০) পিতা- অজ্ঞাত অফিসার ইনচার্জ, গোলাপগঞ্জ মডেল থানা ১০। আব্দুর রাজ্জাক (৪৭), পিতা- অজ্ঞাত, ওসি তদন্ত গোলাপগঞ্জ মডেল থানা, সিলেট। ১১। অমিত সাহা (৩৬) পিতা- অজ্ঞাত, সাব ইন্সপেক্টর, গোলাপগঞ্জ মডেল থানা, ১২। রহিম আহমদ (৩০), পিতা- অজ্ঞাত, সাব ইন্সপেক্টর (এসআই), গোলাপগঞ্জ মডেল থানা, সিলেট ১৩। রাজু আহমদ (২৫) পিতা- অজ্ঞাত, কন্সটেবল, গোলাপগঞ্জ মডেল থানা, সিলেট। ১৪। শাব্বির আহমদ (২৮), সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, ১১ নং শরীফগঞ্জ ইউনিয়ন শাখা, গোলাপগঞ্জ, সিলেট, পিতা- মোঃ সাইফুল আলম, সাং- খাটকাই, ডাকঘর- খাটখাই- ৩১৬২, থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট, ১৫। শাকিল আহমদ (৩৫), পিতা- মৃত উত্ব মিয়া, সাং- শেরপুর, থানা- গোলাপগঞ্জ ১৬। সুরমান আলী (৫৫), পিতা- মৃত বাসির আলী, সাং- সোনাপুর, বাঘা, থানা- গোলাপগঞ্জ ১৭। বদরুল ইসলাম (৪৫), পিতা- চাঁন মিয়া, সাং- হাজিপুর হুকনা, থানা- গোলাপগঞ্জ ১৮। মনসুর আহমদ (৩৭), পিতা-আনোয়ার হোসেন, সাং- কায়স্থগ্রাম থানা- গোলাপগঞ্জ, ১৯। নজরুল হক তফাদার (৪৫) পিতা- মৃত ইস্তাজুর আলী, সাং- কসকনপুর, থানা- জকিগঞ্জ, ২০। আবজাল হোসেন (৪০), পিতা- মৃত আয়ান আলী, সাং- বুধবারীবাজার, থানা-গোলাপগঞ্জ, ২১। আবু তাহের (২২), পিতা- সকত আলী, সাং- দক্ষিণ সুনামপুর, থানা: গোলাপগঞ্জ, জেলা: সিলেট, ২২। থানা- পিতা- বারাম উদ্দিন, সাং- চন্দরপুর, থানা-গোলাপগঞ্জ, কবির আহমদ মেম্বার (৪০), পিতা- মৃত রাজা মিয়া, সাং- কায়স্থগ্রাম, থানা- গোলাপগঞ্জ, ২৩। হাবিবুর রহমান শোভন (৩০) পিতা- অজ্ঞাত, সাং- মসকপুর, থানা- গোলাপগঞ্জ, ২৪। দুলাল আহমদ (৪০), পিতা- মৃত ইসকন্দর আলী, সাং-নুরজাহান শরীফগঞ্জ, থানা- গোলাপগঞ্জ। সহ আওয়ামী লীগ, তার অঙ্গ সহযোগী সংগঠনের ৩১ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। এছাড়াও এই মামলা অজ্ঞাত হিসেবে আরও ১৫-২০জনকে আসামি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত