1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১২:৪২ অপরাহ্ন

আবু তাহেরের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মায়ের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

সিলেটের গোলাপগঞ্জে ছেলে আবু তাহেরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার মা আয়েশা বেগম। আজ দুপুরে গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ সুনামপুর গ্রামের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আয়েশা বেগম জানান, তার ছেলে নিরপরাধ। তাকে ২০২২ সালের এলাকার একটি মিথ্যা বানোয়াট মামলায় আসামি করেন তারই কিছু স্বজন। পারিবারিক জমিজায়গা সংক্রান্ত কিছু জটিলতা নিয়ে তার চাচার পরিবারের সাথে তাদের পরিবারের দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে এলাকায় অন্য একটি হামলার সাথে তার নাম জড়িয়ে মিথ্যা মামলার আসামি করেন তারই চাচা। এই মামলায় তার ছেলে বর্তমানে জেলে রয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, এই ঘটনার সাথে তার বিন্দুমাত্র জড়িত থাকার প্রশ্নই আসে না তারপরও পুলিশ অর্থের বিনিময়ে তার ছেলের নাম এই মামলায় জড়িয়েছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

উল্লেখ্য, সিলেটে উচ্চ আদালতের দেওয়া জামিন শেষ হওয়ায় আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে গত (২৫ এপ্রিল) গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ সুনামপুর গ্রামের সকত আলীর ছেলে আবু তাহের কে কারাগারে পাঠায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ঐদিন বিকেলে উক্ত আদালতের বিচারক এই আদেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত